বাবা-মায়ের পাশে শায়িত হলেন আমজাদ হোসেন

বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2018, 10:18 AM
Updated : 23 Dec 2018, 10:22 AM

জানাজা শেষে রোববার বেলা ১২টার দিকে জামালপুর পৌর কবরস্থানে বাবা নুর উদ্দীন সরকার ও মা করিমাতুন্নেছার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

আমজাদ হোসেনের মরদেহ শনিবার রাতে জামালপুরে তার নিজ বাড়ি শহরের ইকবালপুর গ্রামে পৌঁছালে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শ্রদ্ধা জানান। 

৭৬ বছর বয়সী আমজাদ হোসেন গত ১৪ ডিসেম্বর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার সকাল ১০টায় জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি  মুহাম্মদ বাকী বিল্লাহ, সাবেক উপমন্ত্রী মুক্তিযোদ্ধা সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জামালপুর চেম্বার অব কমার্স অ্যন্ডি ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, আমজাদ হোসেনের পরিবারের সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে জামালপুরের সর্বস্তরের লোকজন আমজাদ হোসেনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

১৯৪২ সালের ১৪ অগাস্ট জামালপুরে জন্ম নেওয়া আমজাদ হোসেন চিত্র পরিচালনার বাইরে লেখক, গীতিকার, অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন।

‘হারানো দিন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৬১ সালে রূপালি পর্দায় তার আগমন হয়।