ফেনীতে ১২ হাজার ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

ফেনীতে অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2018, 06:00 AM
Updated : 23 Dec 2018, 06:00 AM

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, সদর উপজেলার ফেনী রেলওয়ে স্টেশনের রেস্ট হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. আব্দুল হক (৩২) নোয়াখালী সদরের উত্তর ষোল্লাকিয়া এলাকার মো. আলী আাহমেদের ছেলে মো. আব্দুল হক।

র‌্যাব বলছে, আব্দুল দীর্ঘদিন ধরে রেলপথ ব্যবহার করে ফেনী ও নোয়াখালীসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছিল।

র‌্যাব কর্মকর্তা শাফায়াত বলেন, গোপনে খবর পেয়ে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।

“পরে তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৬৮০টি ইয়াবা উদ্ধার করা হয়; যার বাজারমূল্য আনুমানিক ৬৩ লাখ ৪০ হাজার টাকা।”

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে উদ্ধার করা ইয়াবাসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।