‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ হামলা, মাসহ ২ মেয়ে আহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় ‘উত্ত্যক্তের প্রতিবাদ করায়’ বখাটের হামলায় এক গৃহবধূ ও তার দুই মেয়ে আহত হয়েছেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 06:08 PM
Updated : 22 Dec 2018, 06:08 PM

ঢেংগারগড় গ্রামে শুক্রবার এ হামলা চলাকালে বসতবাড়িতে ভাংচুর এবং লুটপাটও চালায় তারা।

আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত গৃহবধূর স্বামী সাংবাদিকদের বলেন, একই গ্রামের বখাটে যুবক মো. সবুজ, মো. শাকিল ও মো. আরিফ তার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। একথা তাদের অভিভাবকদের জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।

তিনি বলেন, শুক্রবার বিকালে এই তিন বখাটেসহ বেশ কয়েকজন তার বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা দা, লোহার রড ও লাঠি নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট করে।

হামলায় তার স্ত্রী ও দুই মেয়ে আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে বখাটেরা পালিয়ে যায় বলে তিনি জানান।

এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী বাদী হয়ে বখাটে সবুজ, শাকিল ও আরিফকে আসামি করে ইসলামপুর থানায় মামলা দায়ের করেছেন।

কিন্তু এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি।

ইসলামপুর থানার ওসি আসলাম হোসেন বলেন, এ ঘটনায় শনিবার ইসলামপুর থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

এ দিকে বখাটে পরিবারের সদস্যরা নানাভাবে হুমকি দেওয়ায় হামলার শিকার পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে অভিযোগ করছে।