সাতক্ষীরার কলারোয়া থানার ওসিকে প্রত্যাহার

সাতক্ষীরার কলারোয়া থানার ওসি মারুফ আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে; যার বিরুদ্ধে নৌকায় ভোট চাওয়ার অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 09:44 AM
Updated : 22 Dec 2018, 09:44 AM

জেলার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান জানান, অভিযোগ থাকায় শনিবার তাকে প্রত্যাহার করা হয়েছে।

তবে কী অভিযোগ রয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ওসি মারুফের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে প্রচার চালানোর অভিযোগ করছিলেন।

শুক্রবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বরাবর পাঠানো একটি চিঠিতে তিনি অভিযোগ করেন, “বৃহস্পতিবার কলারোয়া উপজেলা ফুটবল মাঠে শিল্পকলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে মহাজোট প্রার্থী মুস্তাফা লুৎফুল্লাহর পক্ষে নৌকায় ভোট চান ওসি মারুফ আহম্মেদ।”

এ কারণে তিনি তার দ্রুত প্রত্যাহার দাবি করেন।

এ বিষয়ে ওসি মারুফ বলেন, “আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার যে ভিডিও প্রচার করা হচ্ছে তা ভুয়া। এডিট করা হয়েছে। আমি শিল্পকলার একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলাম। কিন্তু সেই বক্তব্যের ভোকাল এডিট করা হয়েছে।”