বাসের জন্য দাঁড়িয়ে থাকা স্কুলশিক্ষক মারা গেলেন বাসচাপায়

বাগেরহাটের কচুয়া উপজেলায় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় বাসচাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 08:56 AM
Updated : 22 Dec 2018, 08:56 AM

নিহত মোদাচ্ছের হোসেন (৫৮) জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খোরশেদ শেখের ছেলে তিনি।

জেলার পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ফতেপুর বাজারে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে দুর্ঘটনায় তিনি মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখায়। এছাড়া দুর্ঘটনায় পড়া বাস ভাংচুর করে। তবে চালক ও সহকারী পালিয়ে যান।

বেমরতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর ও নিহতের ভাতিজা মোস্তফা শেখ বলেন, মোদাচ্ছের বাড়ি থেকে বেরিয়ে স্কুলে যাচ্ছিলেন। ফতেপুর বাজারে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করার সময় বাসটি তাকে চাপা দিয়ে তিনটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এতে অন্য কেউ হতাহত হয়নি।

পুলিশ সুপার বলেন, ক্ষুব্ধ জনতা রাস্তা আটকে দিলে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।