মুক্তাগাছায় আ. লীগের মিছিলে পেট্রোল বোমা হামলা

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকায় আওয়ামী লীগের একটি নির্বাচনী মিছিলে পেট্রোল বোমা হামলা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2018, 04:14 AM
Updated : 22 Dec 2018, 04:14 AM

শুক্রবার রাতের এই হামলায় একটি মোটর সাইকেলে আগুন ধরে যায়; এতে আহত হন একজন।

হামলার জন্য আওয়ামী লীগ নেতারা বিএনপিকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে বিএনপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাত সাড়ে ৯টার দিকে শহর আওয়ামী লীগের আহ্বায়ক আরব আলীর নেতৃত্বে নৌকার প্রচারে একটি মিছিল বের হয় পৌর শহরে।

মুক্তাগাছার থানার ওসি আলী আহাম্মদ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়।

এসময় একটি মোটর সাইকেলে আগুন ধরে যায় এবং আনোয়ার হোসেন নামে একজন আহত হন। আনোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলাকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি আলী আহাম্মদ।

আওয়ামী লীগ নেতা আরব আলী অভিযোগ করেছেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে বিএনপির নেতাকর্মীরাই এ হামলা চালিয়েছে।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আওয়ামী লীগের প্রার্থী কে এম খালিদ বাবু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির জাকির হোসেন বাবলু।