শেরপুরে নৌকার নির্বাচনী অফিসে ভাংচুর

শেরপুর-১ (সদর) আসনের নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুর করেছে একদল যুবক।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 12:57 PM
Updated : 19 Dec 2018, 12:57 PM

বুধবার ভোর রাতে সদর উপজেলার ধলা ইউনিয়নের বাগবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বাগবাড়ী বাজার এলাকায় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের অফিসটিতে ওই এলাকার নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা নির্বাচনী অফিস করেছেন। সেখান থেকে প্রচার চালানো হচ্ছে।

মঙ্গলবার বৈরী আবহাওয়ার কারণে কর্মী-সমর্থকরা রাতে নির্বাচনী অফিসটি বন্ধ করে বাড়ি চলে যান।

এলাকাবাসীর বরাত দিয়ে শেরপুর সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভোর রাতে একদল দুর্বৃত্ত নৌকার নির্বাচনী অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাংচুর এবং পোস্টার ও নৌকায় অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাগবাড়ী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।

এ ঘটনায় ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দিন ও সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিনের নেতৃত্বে বুধবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। তারা অবিলম্বে দৃর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানান।

এ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা আতিউর রহমান আতিক, ধানের শীষের প্রার্থী সানসিলা জেবরিন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আফিল শেখ, জাতীয় পাটির ইলিয়াছ উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মতিউর রহমান।