গাজীপুরে জমির বিরোধে খুন, ভাইসহ আটক ২

গাজীপুরে জমির বিরোধে ৬৫ বছরের এক ব্যক্তি খুন হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 12:55 PM
Updated : 19 Dec 2018, 12:55 PM

কালিয়াকৈর থানার পরিদর্শক মো. আবুল কাশেম জানান, বুধবার বেলা ১১টার দিকে জাথালিয়া এলাকায় মো. মোস্তফা নামে এই ব্যক্তির মৃত্যু হয়।

আহতরা হলেন মোস্তফার স্ত্রী জরিনা বেগম, ভাই আব্বাস, ভাতিজা শুকুর আলী ও ভাতিজি পারভিন।

পরিদর্শক কাশেম পরিবারের বরাতে বলেন, ভাই মোতালেবের সঙ্গে মোস্তফার জমির বিরোধ রয়েছে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছুরি ও লাঠিসোটা নিয়ে মোস্তাফার ওপর হামলা হয়। মেজো ভাই আব্বাসসহ স্বজনরা ঠেকাতে গিয়ে তারাও ছুরিকাহত হন।

“এলাকাবাসী তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফাকে মৃত ঘোষণা করেন।”

আহতদের পরে টাঙ্গাইলের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হাকিম মিয়া বলেন, মোতালেবের টিউবওয়েলের পানি মোস্তফার জমি দিয়ে গড়িয়ে যায়।

“এ কারণে মোস্তফা টিউবওয়েলের মাথা খুলে ফেলতে চেষ্টা করেন। এ সময় মোতালেব, তার স্ত্রী ও তাদের এক বন্ধু ছুরি ও চাপাতি নিয়ে হামলা করেন।”

নিহত মোস্তফা ইটভাটার শ্রমিক ছিলেন বলে তিনি জানান।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এলাকাবাসী মোতালেব (৩৫) ও তার বন্ধু রফিকুলকে (৩৭) ধরে পুলিশে দিয়েছে।

পরিদর্শক কাশেম বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।