রোহিঙ্গাদের জন্য ৪ লাখ শীতবস্ত্র দিচ্ছে ভারত

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ভারত সরকারের দেওয়া শীতবস্ত্র বেনাপোল স্থলবন্দরে দিয়ে আসতে শুরু করেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 08:56 AM
Updated : 19 Dec 2018, 08:56 AM

বন্দরের আনুষ্ঠানিকতা শেষে চট্টগ্রামের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এসব শীতবস্ত্র বিতরণ করা হবে বলে বেনাপোল বন্দরের ৩০ নম্বর পন্যাগারের (শেডের) পরিদর্শক মোবারক হোসেন জানান।

তিনি বলেন, বুধবার ভারতীয় ট্রাক থেকে মালামালগুলো আনলোড করে বন্দরের পন্যাগারে রাখা হয়েছে। দুই একদিনের মধ্যে এসব কম্বল বন্দর থেকে ছাড় করানো হবে ।

বেনাপোলের সিঅ্যান্ডএফ যমুনা ট্রেডিং করপোরেশনের সত্ত্বাধিকারী আমিনুল হক বলেন, ত্রাণ হিসেবে ভারত সরকার রোহিঙ্গাদের জন্য ২ লাখ ২৫ হাজার কম্বল ও দুই লাখ সোয়েটার দেবে ।

এর মধ্যে মঙ্গলবার একটি চালানে ২৫ হাজার ৮০০টি এবং ১৪ ডিসেম্বর আরেকটি চালানে পাঁচ হাজার ৮২০ পিস কম্বল বেনাপোল বন্দরে এসেছে বলে জানান তিনি। 

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র রোহিঙ্গাদের বিতরণ করা হবে বলে আমিনুল  জানান।