ফেনীতে সাড়ে এগারো হাজার ইয়াবাসহ আটক ২

ফেনী সদরে সাড়ে ১১ হাজার পিছ ইয়াবা ট্যবলেটসহ দুই জনকে আটক করা হয়েছে, যাদের মাদক ব্যবসায়ী বলছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 05:33 PM
Updated : 18 Dec 2018, 05:33 PM

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায়েএকটি ট্রাক তল্লাশিকালে এই ইয়াবা পাওয়া যায়।

আটকরা হলেন মনির হোসেন (৩২) ও ইসমাঈল হোসেন (৩০)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যম রামপুর এলাকায় চেক পোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

“এ সময় সময় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাক চেক পোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পেছন থেকে ধাওয়া দিয়ে ট্রাকটিকে আটক করে র‌্যাব।”

তিনি বলেন, পরে ট্রাকটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১ হাজার ৬৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।

ফাহিম আরও বলেন, এ সময় ট্রাকে থাকা মাদক ব্যবসায়ী শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগরের জামাল খানের ছেলে মনির হোসেন ও ঢাকার ওয়ারির ইদ্রিস আলীর ছেলে ইসমাইল হোসেন আটক করা হয়।

উদ্ধার করা ইয়াবার মূল্য ৫৮ লাখ ২০ হাজার টাকা বলে র‌্যাব জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি, উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত মাইক্রেবাসটি ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।