নড়াইলে পরিত্যক্ত নবজাতক উদ্ধার

বাগান থেকে এক নবজাতককে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 11:34 AM
Updated : 18 Dec 2018, 11:35 AM

হাসপাতালের চিকিৎসক রোকসানা আরিফ জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শিশুকে তাদের হাসপাতালে আনা হয়।

জন্মের পর প্রায় আড়াই ঘণ্টা শিশুটি বিনা পরিচর্যায় ছিল জানিয়ে তিনি বলেন, “তার অবস্থা বেশ খারাপ। তাকে নিবিড় পরির্চযাকেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি সুস্থ হয়ে উঠবে।”

বেলা সাড়ে ১১টা দিকে নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নিধুখোলা গ্রামের একটি মেহেগুনি বাগান থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওই গ্রামের মো. সামিউল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে তিনি গ্রামের মেহেগুনি বাগানে শিশুটির কান্না শুনতে পান।

“দৌড়ে গিয়ে তাকে মাটিতে শুয়ানো অবস্থায় কানতে দেখি। বিষয়টি আমি এলাকাবাসী জানাই।”

খবর পেয়ে চণ্ডীবরপুর ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামাল গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

কামাল বলেন, এখন পর্যন্ত শিশুটি পরিচয় জানতে পারেননি তিনি। না জানা গেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা করেন।