বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফরিদপুরের ইট-ভাটা মালিকরা

উৎপাদন মৌসুমে নিম্ন চাপের কারণে দুই দিনের বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে ফরিদপুরের ইটভাটার মালিকেরা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 09:06 AM
Updated : 18 Dec 2018, 09:28 AM

মঙ্গলবার জেলায় ৭.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিসের ইনর্চাজ সুরুজুল আমিন জানান।

সোমবার সকাল থেকে শুরু হওয়া এ বৃষ্টির কারণে ইট উৎপাদন মৌসুমে জেলার প্রায় ১০৫টি ইট ভাটায় ক্ষতি হয়েছে বলে ভাটার মালিকেরা জানান।     

জেলা ইট-ভাটা মালিক সমিটির সহ-সভাপতি আব্দুর রব জানান, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ইট উৎপাদনের মৌসুম।

জেলার ১০৫টি ইট ভাটায় গড়ে ১০০ শ্রমিক কাজ করে জানিয়ে তিনি বলেন, দুই দিনের বৃষ্টির কারণে এই বিপুল পরিমাণ শ্রমিক কাজ না পেয়ে বেকার বসে আছে।   

ফরিদপুর সিএনবিঘাট এলাকার করিম গ্রুপের ইটভাটার ম্যানেজার মো. মোজাফর হোসেন বলেন, “হঠাৎ করে বৃষ্টি হওয়ায় নতুন কাটা ইটের ক্ষতি হয়েছে। কাজ না পেয়ে ভাটার শ্রমিকরাও বেকার রয়েছে।”

এ বি অটো ব্রিক্স ভাটার ম্যানেজার এস কে সারাফউদ্দিন আহমেদ বলেন, “এই মৌসুমে মূলত ইট উৎপাদন হয়। এখন বৃষ্টি অব্যাহত থাকলে ভাটার ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ছে।

বৃষ্টির কারণে কাজে যেতে না পেয়ে ইটভাটার শ্রমিকরাও বিপাকে পড়েছেন। কাজ না থাকায় আয় রোজগারের পথও বন্ধ তাদের।

সদর উপজেলার ডিক্রির চর ইনিয়নের এএনজি ঘাট সংলগ্ন করিম গ্রুপের ভাটার শ্রমিক জব্বার মাতব্বর বলেন, এ মৌসুমে প্রচুর কাজের চাপ থাকে। প্রতিদিন একশ ইট হিসেবে তাদের টাকা দেওয়া হয়।

“দুইদিন ধরে ইট বানাতে পারছি না। ফলে আমাদের রোজগারও নেই।”  

এদিকে বৃষ্টি আরও একদিন থাকতে পারে বলে জেলা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।