বাগেরহাটে হাসপাতাল কর্মচারী গুলিতে আহত

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীকে গুলি করেছে অজ্ঞাত বন্দুকধারী।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 05:48 PM
Updated : 17 Dec 2018, 05:48 PM

সোমবার রাত ৯টার দিকে আট্টাকি কুন্ডুপাড়া গ্রামে এ হামলা হয় বলে ফকিরহাট থানার ওসি আবু জাহিদ জানান।

আহত অসীম কুমার চক্রবর্ত্তীকে (৫৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (হেডক্লার্ক)। অসীম কুমার ফকিরহাট উপজেলার আট্টাকি কুন্ডুপাড়া গ্রামের প্রয়াত সুধীর কুমার চক্রবর্ত্তীর ছেলে।

তাকে প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌসী আক্তার বলেন, “আমার হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক অসীম কুমার চক্রবর্ত্তীর পিঠে একটি গুলির চি‎হ্ন পাওয়া গেছে। গুলিটি শরীরের ভেতরে রয়েছে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে।

“তার শরীরে অস্ত্রোপচার করতে হবে; তাই আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।”

ফকিরহাট থানার ওসি আবু জাহিদ বলেন, রাত ৯টার দিকে উপজেলা সদর থেকে আট্টাকী কুন্ডুপাড়া গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি।

“পিছন থেকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।”

পুলিশ ঘটনাস্থল পটরিদর্শন করেছে। কারা কী কারণে তাকে গুলি করল তা উদঘাটন করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।