ফেনীতে ২২ হাজার ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক

ফেনীতে ২২ হাজার ইয়াবাসহ এক ‘মাদক ব্যবসায়ীকে’ আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 12:40 PM
Updated : 17 Dec 2018, 12:40 PM

আটক মো. শাহ আলম (৩৫) কক্সবাজারের রুমালিয়ার ছড়া এলাকার মো. নূর শরীফের ছেলে।

সোমবার সকালে ফেনীর মধ্যম রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব মাইক্রোবাস তল্লাশি করলে ইয়াবার এই চালানসহ শাহ আলম ধরা পড়েন বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব ৭-এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মধ্যম রামপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

“পেছন থেকে ধাওয়া দিয়ে মাইক্রোবাসটি আটক করে র‌্যাব। তল্লাশি করলে ইঞ্জিনের নিচে ২১ হাজার ৭০০ ইয়াবা মেলে। আটক শাহ আলম দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিলেন।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ইয়াবা ও জব্দ করা মাইক্রেবাসসহ তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।