যশোরে সোনার বারসহ আটক ২

ভারতে পাচারচেষ্টার সময় যশোরের বেনাপোলে ৮০০ গ্রাম সোনার বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2018, 05:25 PM
Updated : 14 Dec 2018, 06:06 PM

বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় বেনাপোলের রাজাপুর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বেনাপোলের বালুণ্ডা গ্রামের আনিসুর রহমানের ছেলে রনি আক্তার বাবু (৩০) ও আমলাই গ্রামের আমিরুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (২৮)

বিজিবি কর্মকর্তা ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।

“দুটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে তাদের কাছে আটটি সোনার বার পাওয়া গেছে। এর বাজার দর ৪০ লাখ টাকা।”

মামলা দেওয়ার পর তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।