মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে ২৯ হাজার ইয়াবা

ফেনীতে মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ২৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2018, 02:17 PM
Updated : 14 Dec 2018, 02:17 PM

এ ঘটনায় দুইজনকে আটকসহ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাব ৭-এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, শুক্রবার ভোরে ফেনীর মধ্যরামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের ধরা হয়।

গোপন খবরের ভিত্তিতে এই চেকপোস্ট বসানো হয় জানিয়ে তিনি বলেন, “চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পেছন থেকে ধাওয়া দিয়ে তাদের আটক করে র‌্যাব।

“মোটরসাইকেলের তেলের ট্যাংকি তল্লাশি করে সুকৌশলে লুকানো অবস্থায় ২৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় মোটরসাইলের দুই আরোহীকে।”

তারা হলেন জয়পুরহাটের পাঁচবিবি থানার বহিডুবা গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে মাহমুদুর রহমান মুন্না (২০) ও দিনাজপুরের নবাবগঞ্জ থানার বজলুখরিনা গ্রামের শাহরত আলীর ছেলে মো. আলামিন (১৯)।

র‌্যাব কর্মকর্তা ফাহিম বলেন, তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেলে করে বিভিন্ন কৌশলে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে জয়পুরহাট, দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর জব্দ করা মালপত্রসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।