
ইউএনওর সভাকক্ষে ‘বিএনপি প্রার্থীর ওপর’ ছাত্রলীগ নেতার হামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2018 10:01 PM BdST Updated: 13 Dec 2018 10:02 PM BdST
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা চলার সময় ‘বিএনপি প্রার্থীর ওপর’ হামলা করেছেন এক ছাত্রলীগ নেতা।
তাকে আটকের পর তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত রনি বিল্লাহ সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ইউএনও শাহীনুর ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টায় সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা হচ্ছিল। নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আজহারুল মান্নানসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের প্রতিনিধিরা ছিলেন।
“সভা চলাকালে হঠাৎ করে সম্মেলনকক্ষে প্রবেশ করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।”
সভায় সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা ছিলেন।
ওসি মোরশেদ বলেন, “এ ঘটনায় আটক অভিযুক্ত রনি বিল্লাহকে তিন মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।”
বিএনপি প্রার্থী আজহারুল মান্নানের অভিযোগ, তাকে হত্যার জন্য এ হামলা চালানো হয়েছে।
“আমাকে গলা চেপে হত্যার উদ্দেশে আইনশৃঙ্খলা কমিটির সভায় সকলের উপস্থিতিতে ছাত্রলীগের ক্যাডার রনি বিল্লাহ আমার ওপর হামলা চালিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটুকু অবনতি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই এ ধরনের ঘটনা ঘটানো হয়।”
ঘটনা তদন্ত করে রনির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান।
তিনি বলেন, “রনি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। রনি কেন এ ধরনের ঘটনা ঘটালেন তা স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- পুলিশ অভদ্রতা করেনি: সালমান মুক্তাদির
- আমি দেশের ‘শ্রেষ্ঠ হনুমান’: এটিএম শামসুজ্জামান
- ৫ সেঞ্চুরিতেও আশরাফুলের ১৫ লাখ যে কারণে
- নেই মিঠুন, খেলতে পারেন মুশফিক
- তামিমের দুর্ভাবনা প্রথম ১০ ওভার
- বিশ্বকাপ দিয়েই গেইলের বিদায়
- রাজ্জাকের ক্ষমা চাওয়াকে সাধুবাদ কামালের
- ভারত হামলা করলে পাকিস্তানও জবাব দেবে: ইমরান
- ভালো উইকেটে ভালো কিছুর আশায় মাশরাফি
- ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে