ফেনীতে ১২ মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতির সময়’ পুলিশের সঙ্গে গোলাগুলির পর এক ডজন মামলার পলাতক এক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2018, 04:57 AM
Updated : 13 Dec 2018, 04:57 AM

ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ রায় জানান, উপজেলার মহামায়া ইউনিয়নের মুহুরী নদীর মহামায়া ঘাট এলাকায় বুধবার রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার জাহিদ হোসেন বাবলু (৩২) উপজেলার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি এলাকার রেহান উদ্দিন ওরফে রেনু মিয়ার ছেলে।

জাহিদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১২টি মামলা রয়েছে বলে ছাগলনাইয়া থানার ওসি এম এম মোর্শেদ জানিয়েছেন।

পুলিশ বলছে, চারটি নাশকতাসহ বিভিন্ন মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাহিদ মামলা মাথায় নিয়েই পালিয়ে বেড়াচ্ছিলেন। 

পরিদর্শক সুদীপ বলেন, মহামায়া ঘাট এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে।

“এক পর্যায়ে সবাই পিছু হটলে জাহিদকে পায়ে গুলিবিদ্ধ উদ্ধার করে প্রথমে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।