গাংনীতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে ভাংচুর

মেহেরপুরের গাংনীতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 12:51 PM
Updated : 11 Dec 2018, 12:51 PM

মঙ্গলবার সকালের এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে বিএনপি। তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করেছে।   

বিকালে গাংনী ত্রিমোনী মোড়ে বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেহেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বলেন, সকালে নেতাকর্মীরা যখন বিএনপি অফিসে আসতে থাকেন তখন ৮/১০ জন হঠাৎ অফিসে হামলা হামলা চালায় ও নির্বাচনী তাঁবু ছিড়ে ফেলে।

“বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভীতি সৃষ্টি করে আওয়ামী লীগ ২০১৪ সালের মতো আবার ফাঁকা মাঠে জয় পেতে এই কৌশল বেছে নিয়েছে,” বলেন মিল্টন।

গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে জাভেদ মাসুদ মিল্টন আরও বলেন, আওয়ামী লীগের লোকজন নানাভাবে বিএনপির লোকজনকে হয়রানি করছে।

সোমবার সাহারবাটি এলাকায় তারা বিএনপির প্রচার মাইক ভাংচুর করে ও মোবাইল ফোন কেড়ে নেয় বলে মিল্টন অভিযোগ করেন।

এ ব্যাপারে একই আসনের আওয়ামী লীগ প্রার্থী সাহিদুজ্জামান খোকন বলেন, আওয়ামী লীগের কোনো কর্মী বিএনপি অফিসে হামলা চালায়নি। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাদের অফিসে ভাংচুর হয়েছে।