বগুড়ায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা

বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা চালিয়ে ভাংচুর করার খবর এসেছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 10:35 AM
Updated : 11 Dec 2018, 10:35 AM

পুলিশ হামলার কথা জানলেও হামলাকারী সম্পর্কে কিছু বলতে পারেনি।

ধুনট-শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, “মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলা সদরে হামলার এ ঘটনা ঘটে। কে বা কারা হামলা চালিয়েছে তা  জানি না।”

তবে গোলাম মোহাম্মদ সিরাজ অভিযোগ করেন, “আওয়ামী লীগ নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে।

“উপজেলার রাঙ্গামাটি গ্রামে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেখা ও নির্বাচনী গণসংযোগে বের হয়েছিলাম। ধুনট বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে প্রায় ১৫টি মোটরসাইকেল ভাংচুর, চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, চারটি মাইক্রোবাস ও জিপগাড়ি ভাংচুর করেন।”

হামলায় বিএনপির ১২ নেতাকার্মী আহত হয়েছেন বলে তার দাবি। তবে তিনি তাদের নাম-পরিচয় বলেননি। তারা কেমন আহত হয়েছেন, কোথায় চিকিৎসা দেওয়া হয়েছে সে সম্পর্কেও তিনি কিছু বলেননি।

ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম হামলার ঘটনার সঙ্গে ‘আওয়ামী লীগের কারও কোনো সম্পৃক্ততা নেই’ বলে দাবি করেছেন।

এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ কর্মকর্তা গাজীউর রহমান বলেন, আর কোনো ঘটনা যেন না ঘটে এজন্য তারা তৎপর রয়েছেন।