জয়পুরহাটে বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচলে বিঘ্ন

জয়পুরহাটে ট্রেন লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ দুই ঘণ্টা বিঘ্নিত হওয়ার পর আবার স্বাভাবিক হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 08:38 AM
Updated : 11 Dec 2018, 08:39 AM

পাকশি রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে পাঁচবিবি স্টেশনের উত্তর পাশের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

“জয়পুরহাটের পার্বতীপুর  থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। তবে ১ নম্বর লাইনে চলাচল বন্ধ থাকলেও ২ নম্বর লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করে।”

পরে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে তিনি জানান।

তবে কিভাবে এ দুর্ঘনা ঘটেছে তা তিনি বলতে পারেননি। ঘটনা তদন্তের জন্য চার সদস্যের দল গঠন করা হয়েছে বলে তিনি জানান।