ঠাকুরগাঁওয়ে ফখরুলের গাড়িবহরে হামলা

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার খবর এসেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2018, 07:20 AM
Updated : 13 Dec 2018, 05:48 PM

পুলিশ হামলার খবর নিশ্চিত করলেও কার গাড়িতে কে হামলা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় আমরা দুই-তিনটা গাড়ি ভাংচুর হওয়ার খবর পেয়েছি। তবে কার গাড়ি কে ভেঙেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়।”

তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য না দিয়ে পরে ফোন করতে বলেন এই পুলিশ কর্মকর্তা। 

তবে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, ফখরুল দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে ‘তার গাড়িবহরে এই হামলা’ হয়।

“বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই এলাকায় নির্বাচনী পথসভা করছিলেন। এ সময় একদল লোক হামলা চালিয়ে দুই-তিনটা গাড়ির কাচ ভেঙেছে। আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।”

তবে তিনি হামলাকারীর নাম বলতে পারেননি।

বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিন হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের লোকজন ভাংচুর করেনি। ছাত্রদলসহ বিএনপিরই কিছু লোক হামলা চালিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে।”

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফখরুল ভোটের প্রচারে অংশ নেওয়ার ঘোষণা দেন। ঠাকুরগাঁও থেকে তিনি বগুড়া গিয়ে দুই দিন থেকে ঢাকায় ফিরবেন বলে জানান।