‘বিএনপি নিজের সংকটের জন্য সরে না গেলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে’

দেশে কোনো সংকট নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নিজের সংকটের জন্য শেষ মুহূর্তে সরে না গেলে দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

নাজমুল হক শামীমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2018, 10:18 AM
Updated : 9 Dec 2018, 10:18 AM

রোববার দুপুরে ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “বিএনপির মনোনয়নবঞ্চিতরা দলের পল্টন ও গুলশান কার্যালয়ে হামলা চালাচ্ছে, বিক্ষোভ করছে। সংকট তাদের নিজেদের মধ্যে।

“দেশে কোনো সংকট নেই। বিএনপি নিজের সংকটের জন্য শেষ মুহূর্তে সরে না গেলে দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।”

মন্ত্রী এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সম্পর্কে বলেন, “জোটের বা দলের যেসব প্রার্থী মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তাদের  আরও বেশি মূল্যায়ন করা হবে।

“আর আজকের মধ্যে তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ফেনী-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী জাসদের শিরিন আকতার, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, পৌরমেয়র আলাউদ্দিনসহ দলের নেতাকর্মীরা মন্ত্রীর সঙ্গে ছিলেন।