লালমনিরহাটে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ

লালমনিরহাটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘মাদক বিক্রেতা’ গুলিবিদ্ধ হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2018, 10:05 AM
Updated : 9 Dec 2018, 10:05 AM

সদর থানার ওসি মাহফুজ আলম জানান, শনিবার গভীর রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়ায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

আহত জাকির হোসেন (৩৫) সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজিচওড়া এলাকার আজিজ মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি মাহফুজ বলেন, মাদকের চালান এসেছে এমন খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ শর্টগানের দুই রাউন্ড গুলি ছোড়ে।

“গুলি দুটি মাদক ব্যবসায়ী জাকিরের দুই পায়ে লাগে। এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।”

জাকিরকে গ্রেপ্তার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ সময় ঘটনাস্থলে ১০০ ইয়াবা পাওয়া গেছে।

জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, জাকিরের বিরুদ্ধে থানায় নয়টি মাদক ও একটি ডাকাতি মামলা রয়েছে। তার মধ্যে চারটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।