গাজীপুরে ‘বৈদ্যুতিক শর্টসার্কিট’ থেকে অগ্নিকাণ্ড

গাজীপুরে ‘রাইস কুকারের প্লাগে বৈদ্যুতিক শর্টসার্কিট’ হয়ে আগুন লেগে ১০টি ঘর মালপত্রসহ পুড়ে গেছে বলে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2018, 07:30 AM
Updated : 9 Dec 2018, 07:30 AM

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কবিরুল আলম জানান, রোববার সকাল সাড়ে ৮টারদিকে উপজেলা কালামপুর পূর্বপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ওই এলাকার মিনহাজ উদ্দিনের বাড়িতে রাইস কুকারে রান্না হচ্ছিল জানিয়ে তিনি বলেন, কুকারে বিদ্যুতের প্লাগে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ছড়িয়ে পড়ে বাড়ির ১০টি ঘরে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। তবে তার আগেই টিভি, ফ্রিজ, টাকাসহ মালপত্র পুড়ে গেছে।”

তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি বলে তিনি জানান।