কালীগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একটি তুলার গুদামে লাগা আগুনে বসতঘর, দোকান ও তুলার কারখানা পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 04:56 PM
Updated : 7 Dec 2018, 04:56 PM

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার আবুল কাশেম জানান, শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী গ্রামের মিল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আবুল কাশেম বলেন, সন্ধ্যা ৭টার দিকে ভাদার্ত্তী গ্রামের মিল গেইট এলাকার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় পাশের লেপ-তোশকের দোকান এবং পাশের একটি বাড়িতে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিস দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৫টি বসতঘর, ২টি দোকান ঘর ও ৩টি কারখানা পুড়ে গেছে।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট, কয়েল কিংবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।   

এ ঘটনায় কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আগুণ নিয়ন্ত্রণে আসার পর চলাচল স্বাভাবিক হয়। 

ঘটনার পর কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেন, থানার ওসি আবুবকর মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অনুদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।