নওগাঁয় বমির উপসর্গ নিয়ে মা-মেয়ের মৃত্যু, আটক ৩

নওগাঁর মান্দা উপজেলায় বমির উপসর্গ নিয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 11:34 AM
Updated : 7 Dec 2018, 11:34 AM

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কাঞ্চনবাজারে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন সদর উপজেলার বজরুক আতিথা গ্রামের এবাদত হোসেনের স্ত্রী ফরিদা বিবি (৫৫) ও তার মেয়ে শাহনাজ পারভীন (২৫)।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, শুক্রবার সকালে মা-মেয়ে মানতের জন্য কুশুম্বা মসজিদে যান। মানত অনুসারে কুশুম্বা মসজিদের পাশে একটি ঘর তৈরি করার জন্য তারা কাঞ্চনবাজারের ঘরামি মমতাজের বাড়ি যান।

“ওই বাড়ি থেকে বের হবার পর মা-মেয়ে দুইজনই বমি করতে শুরু করেন। ওই বাড়িতে তারা কিছু খাননি বলে মমতাজের দাবি। প্রাথমিক তদন্তে বমির কারণ বা মৃত্যুর কোনো আলামত মেলেনি। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।”

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

তারা হলেন ঘরামি মমতাজ হোসেন (৫০), তার স্ত্রী লতিফা বিবি (৪৫) ও মা-মেয়ের প্রতিবেশী জাহেদুল ইসলাম (৫৫)।

জাহেদুল ওই মা-মেয়ের সঙ্গে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি মোজাফফর বলেন, “আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া যায়নি। হয়ত ফুড পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। আরও অনুসন্ধান ও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে আশা করি।”

লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।