নীলফামারীতে বিসিকের কারখানায় অগ্নিকাণ্ড

নীলফামারী সৈয়দপুরের বিসিক শিল্পনগরীর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 10:31 AM
Updated : 7 Dec 2018, 10:33 AM

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শুক্রবার ভোরে শিল্পনগরীর আমিনুল প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতি নির্ণয়ের কাজ চলছে।”

তবে কর্তৃপক্ষের দাবি, আগুনে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

কারখানার মালিক আমিনুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা তৈরি প্লাইউ, কাঁচামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। কেউ হতাহত হয়নি। তবে আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।”