নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ৪

নরসিংদীতে দুই বাসের সংঘর্ষে এক চালকসহ চারজন নিহত হয়েছেন; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 06:20 AM
Updated : 7 Dec 2018, 04:22 PM

শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন নরসিংদী শহরের উত্তর নাগরিয়াকান্দীর তাহের মিয়ার ছেলে বাসচালক আনোয়ার হোসেন (৫০), শিবপুর উপজেলার ঘোড়ারগাঁও গ্রামের আবদুল হকের ছেলে আলাউদ্দিন (৬০) ও কারারচর এলাকার নাছির উদ্দিনের স্ত্রী রেহানা বেগম (৪৫)।

ওসি কালাম বলেন, মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী নিরাপদ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে  দুটি বাসই দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে তিনজন আর হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।”

এ দুর্ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার পর আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

“বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাস দুটি আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”