ভোলায় ৪৭ কেজির কচ্ছপ উদ্ধার

ভোলায় জেলেদের জালে ৪৭ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ ধরা পড়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 01:44 PM
Updated : 5 Dec 2018, 01:44 PM

বুধবার দুপুরে মেঘনা নদীর তুলাতলী এলাকায় মাছ ধরার সময় কচ্ছপটি ধরা পড়ে বলে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া জানান।

ফরিদ মিয়া বলেন, মাছ ধরার সময় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দির জেলে আবু সাইদের জালে কচ্ছপটি ধরা পড়ে। এরপর তিনি সেটি বাড়ি নিয়ে যান। খবর পেয়ে জেলে আবু সাইদের বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ।   

“৪৭ কেজি ওজনের একটি কচ্ছপ বিক্রির চেষ্টা করছে খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী অচিন্ত্য মজুমদার ঘটনাস্থলে যায় এবং বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থল এসে কচ্ছপটি উদ্ধার করে বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়।” 

কচ্ছপটি ভোলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হবে বলে জানান ফরিদ মিয়া।

সামুদ্রিক এই কচ্ছপটি ‘অলিভ রিডলে’ (olive ridley) প্রজাতির এবং এটি বিপন্ন বলে জানিয়েছেন এই বনকর্মকর্তা।