কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে ‘জলদস্যু’ নিহত

কক্সবাজারের পেকুয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘জলদস্যু’ নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2018, 12:09 PM
Updated : 5 Dec 2018, 12:09 PM

নিহত মোহাম্মদ তারেক (৩০) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকার আব্দুর শুক্কুরের ছেলে।

বুধবার ভোরে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মগনামা ঘাটে এই গোলাগুলি হয় বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মেহেদী হাসান বলেন, “মগনামা ঘাটে মুক্তিপণের টাকা নিতে আসে জলদস্যুদের একটি দল। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে।

“র‌্যাব পাল্টা গুলি করলে কিছু জলদস্যু পিছু হটে। পরে ঘটনাস্থলে তারেককে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থলে একটি পিস্তল, দুটি বন্দুক, ২৩টি গুলি ও চারটি গুলির খোসা পাওয়া গেছে বলে তিনি জানান।

নিহত তারেকের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, সপ্তাহখানেক আগে কুতুবদিয়া উপকূলে সাগরে কয়েকটি মাছ ধরার  ট্রলার লুট ও জেলেদের জিন্মি করা হয়। এ ঘটনায় জলদস্যুরা অপহৃত জেলেদের স্বজন ও ট্রলার মালিকদের কাছে মুক্তিপণ দাবি করে আসছিল।