মহেশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতা মামলার আসামি কক্সবাজারের মহেশখালী উপজেলা জামায়াত আমির ও ভাইস চেয়ারম্যান জহির আহমদ ওরফে মৌলভী জহিরকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 05:50 PM
Updated : 4 Dec 2018, 05:50 PM

মঙ্গলবার রাত ৯টার দিকে মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় এ অভিযান চালানো হয় বলে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।

জহির আহমদের বিরুদ্ধে ২০১৪ সালে মহেশখালীতে নাশকতা সৃষ্টি ও পুলিশের উপর হামলার ঘটনাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি প্রভাষ।

তিনি বলেন, ২০১৪ সালে মহেশখালীতে নৈরাজ্য-নাশকতা সৃষ্টি ও পুলিশের উপর হামলা ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি জহির আহমদ ওরফে মৌলভী জহির। এছাড়াও সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

মঙ্গলবার রাতে মহেশখালী পৌরসভার পুটিবিলা এলাকায় বাড়ীর সামনে ঘোরাঘুরি করার সময় পলাতক এ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে ওসি জানান।

"এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মহেশখালীতে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জামায়াত নেতা জহিরের বিরুদ্ধে গোপন তৎপরতা চালানোর অভিযোগও রয়েছে।"

গ্রেপ্তার এই জামায়াত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি প্রভাষ।