টঙ্গীতে পাখি-বন্যপ্রাণী উদ্ধার, বিক্রেতার অর্থদণ্ড

বেআইনভাবে বন্যপ্রাণী আটক ও বিপণনের অভিযোগে গাজীপুরে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 01:31 PM
Updated : 4 Dec 2018, 01:31 PM

মঙ্গলবার টঙ্গী বাজার এলাকায় যৌথভাবে এ অভিযান চালায় বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট ও র‍্যাব।

এ সময় ৫৫টি বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী জব্দ করা হয়।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, অভিযানে একটি বানর, ১৯টি বালিহাঁস, পাঁচটি পেঁচা, ১৫টি শালিক, পাঁচটি ঘুঘু, একটি কালিম, দুইটি কাঠবিড়ালি, সাতটি টিয়া পাখি উদ্ধার করা হয়।

এ সময় পাখি ও বন্যপ্রাণী বিক্রির অভিযোগে পাখি ও প্রাণী বিক্রেতা আল হাদী নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে অসীম জানান।

“ভ্রাম্যমাণ আদালতের বিচারক র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম  তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করেন।”

পরে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দো গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে ওইসব পাখি ও প্রাণী মুক্ত করে দেন।