সিরাজগঞ্জের কূপে প্রতিবন্ধী কিশোরের লাশ

সিরাজগঞ্জের বেলকুচিতে পরিত্যক্ত কূপ থেকে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 09:05 AM
Updated : 4 Dec 2018, 09:05 AM

জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চর ধুলগাগরাখালি এলাকা থেকে লাশটি উদ্ধার করেন তারা।

নিহত মোতালেব (১৬) ওই গ্রামের আলমের ছেলে।  

ফায়ার সার্ভিস কর্মকর্তা হামিদ বলেন, মোতালেব সোমবার রাতে নিখোঁজ হয়। সকালে বাড়ির পাশের পরিত্যক্ত কূপে লাশ দেখতে পেয়ে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেন।

সিরাজগঞ্জ ও বেলকুচি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশে দেয়।  

স্বজনদের বরাতে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, মোতালেব জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিল। অন্ধকারে দেয়ালবিহীন কূপটিতে পড়ে মারা গেছে বলে সবার ধারণা।

লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।