যশোরে ১৬ লাখ টাকাসহ মামা-ভাগ্নে আটক

যশোরের বেনাপোল থেকে ‘ভারতে পাচারের চেষ্টাকালে’ ১৬ লাখ টাকাসহ মামা-ভাগ্নেকে আটক করেছে বিজিবি ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 07:53 AM
Updated : 4 Dec 2018, 07:53 AM

যশোরের বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, মঙ্গলবার সকালে বেনাপোল বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন বেনাপোলের বোয়ালিয়া গ্রামের কেরামত আলীর ছেলে সুজন আলী (২০) ও তার মামা সাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সুরুজ মিয়া।

বিজিবি কর্মকর্তা আরিফুল বলেন, “দুই পাচারকারী হুণ্ডির টাকা নিয়ে বেনাপোল বাজারে অবস্থান করছিলেন। নিজস্ব গোয়েন্দার কাছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে ।

“তাদের দেহ তল্লাশি করে সুজনের কাছে চার লাখ আর সুরুজের কাছে ১২ লাখ টাকা পাওয়া গেছে।”

মামলার পর তাদের বেনাপোল বন্দর থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।