টঙ্গীতে তাবলিগের সংঘর্ষে আরেকটি মামলা

গাজীপুরের টঙ্গীতে জোড় ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 04:28 PM
Updated : 3 Dec 2018, 04:28 PM

টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, রোববার রাতে জুবায়ের পন্থি মাওলানা আব্দুল ওহাব টঙ্গী পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশের কাজে বাধাদানের অভিযোগে একই থানায় ওইদিনই আরেকটি মামলা করেছে পুলিশ বাদী হয়ে। 

ওসি এমদাদুল হক জানান, মামলায় সাদপন্থি ওয়াসিফুলসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

তিনি জানান, একই দিন দুপুরে এই থানার এসআই রাকিবুল হাসান বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও হামলায় পুলিশ আহত হওয়ার অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২০-২৫ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গত শনিবার ইজতেমা ময়দানে সাদ পন্থি ও জুবায়ের পন্থিদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে এক জন নিহত এবং পুলিশসহ অন্তত দুইশ জন আহত হন।