আদালত থেকে আসামির পলায়ন, ৩ পুলিশ প্রত্যাহার

পিরোজপুরে আদালত থেকে হত্যা মামলার এক আসামি পালিয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 12:17 PM
Updated : 3 Dec 2018, 12:17 PM

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, সোমবার হাজতখানা থেকে এজলাসে নেওয়ার সময় ওই আসামি পালায়।

আসামি আমানউল্লাহ খান (২০) পিরোজপুরের কাউখালী উপজেলার নাঙ্গুলি গ্রামের ইউনুস খানের ছেলে।

এ ঘটনায় আদালত পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

এরা হলেন কনেস্টবল আবুল হোসেন, কনেস্টবল সাজ্জাদ আলী ও কনেস্টবল শাহ আলম।

আদালত পুলিশের বরাত দিয়ে এসপি সালাম কবির বলেন, আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার সময় কৌশলে হতকড়া খুলে পালিয়ে যায় ওই আসামি।

তিনি জানান, এ বছরের ২৬ অগাস্ট জমিজমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে কাউখালী উপজেলার নাঙ্গুলী গ্রামে আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাহাফুজুর রহমান নিহত হন।

এ ঘটনায় পরের দিন নিহতের ভাই আল আমীন বাদী হয়ে কাউখালী থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং চার জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানান এসপি।

“সেপ্টেম্বরের ২ তারিখ পুলিশ আমানউল্লাহকে গ্রেপ্তার করে এবং আমানউল্লাহ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যায় সংশ্লিষ্টতা স্বীকার করেন।”

এসপি সালাম আরও জানান, এ ঘটনায় আদালতের দায়িত্বে থাকা কোর্ট পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং পলাতক আসামি আমানউল্লাহ খানকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে।