নওগাঁর সীমান্তে বাংলাদেশি আটক বিএসএফের হাতে

নওগাঁর পোরশার সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক যুবককে ধরে নিয়ে গেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 01:08 PM
Updated : 2 Dec 2018, 01:09 PM

রোববার ভোরে ২২৯ নম্বর পিলার এলাকা থেকে বিএসএফের হরিশচন্দ্রপুর ক্যাম্পের সদস্যরা ছোলেমান আলীকে (৩০) আটক করে। ছোলেমান  পোরশা উপজেলার বালাশহিদ গ্রামের নূর বক্সের ছেলে।

১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার আশিকুর রহমান বলেন, ছোলেমানসহ আরও কয়েকজন শনিবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। বিএসএফের টহলের কারণে তাদের ফিরতে ফিরতে ভোর হয়ে যায়।

“এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও ছোলেমান ২২৯ নম্বর পিলারের ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হন।”

সুবেদার আশিকুর আরও বলেন, ছোলেমানকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য ভারতের হরিশচন্দ্রপুর ক্যাম্পে চিঠি দেওয়া হলে বিএসএফ জানায়- আটক ছোলেমানকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিপুর থানায় সোপর্দ করা হয়েছে।