মাশরাফির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

মাশরাফি বিন মতুর্জার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলার রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক আনজুমান আরা।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2018, 10:16 AM
Updated : 2 Dec 2018, 10:16 AM

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি এ ঘোষণা দেন।

রিটানিং কর্মকর্তা বলেন, নড়াইল-২ (সদরের আংশিক ও লোহাগড়া উপজেলা) আসনে মোট ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

“তাদের মধ্যে মাশরাফি বিন মতুর্জাসহ আটজনের মনোনয়নপত্র বৈধ, দুইজনের স্থগিত আর তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।”

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলার পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগ সভাপতি সুবাস চন্দ্র বোসসহ প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

মাশরাফির মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সুবাস চন্দ্র বলেন,“ আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মতুর্জার সব কাগজপত্র ঠিক থাকায় রিটার্নিং কর্মকতা মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছেন। জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে মাশরাফির জন্য কাজ করে শেখ হাসিনাকে এই আসনটি উপহার দেবে।”