কক্সবাজারে গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে মাদক’ বিক্রেতা নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2018, 08:10 AM
Updated : 1 Dec 2018, 08:11 AM

নিহত হাবিব উল্লাহ (৩৫) উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

শনিবার ভোরে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, “শুক্রবার বিকালে মাদক মামলার পলাতক আসামি হাবিব উল্লাহকে গ্রেপ্তার করা হয়। শনিবার ভোরে তাকে নিয়ে মাদক উদ্ধারে যায় পুলিশ।

“টের পেয়ে হাবিব উল্লাহর সহযোগীরা অতর্কিতে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পিছু হটে। এ সময় ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে ছয় হাজার ইয়াবা, দুটি বন্দুক ও ১৪টি কার্তুজ উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “হাবিব একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

“ইয়াবা ব্যবসায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় হাবিব দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।