আশুলিয়ায় গ্যাসের আগুনে তিনজন দগ্ধ

ঢাকার আশুলিয়ার এক বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হয়েছে এক পরিবারের তিনজন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2018, 05:16 AM
Updated : 1 Dec 2018, 05:16 AM

শনিবার ভোরে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় এ ঘটনায় ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দুটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসনে স্টেশন অফিসার হুমায়ন কবির বলেন, রান্নার চুলার গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

তিনি জানান, বাইপাইলে মোস্তফা দেওয়ানের মালিকাধীন একতলা ওই বাড়ির একটি কক্ষে ভোর ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধরা হলেন- আকরাম হোসেন, তার স্ত্রী লাভলী আক্তার ও তাদের ৮ বছরের ছেলে আশিকুর রহমান। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আমরামদের গ্রামের বাড়ির ফরিদপুরের মধুখালীর থানায়। স্বামী-স্ত্রী দুইজনেই আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে রান্না করতে গেলে ঘরে আগুন ধরে যায়।”

প্রতিবেশী সোহাগ হোসেন জানান, সকালে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। ঘরের বাইরে এসে তিনি পাশের বাসার আকরামকে জ্বলন্ত শরীরে ঘর থেকে বের হতে দেখেন।

পরে ওই বাসা থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান সোহাগ।