শেরপুরে বিএনপি কার্যালয়ে ভাংচুরের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2018, 01:27 PM
Updated : 30 Nov 2018, 01:27 PM

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল সভাপতি মো. আব্দুল মান্নান অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে উপজেলা সদর বাজারের শিমুলতলী এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই ভাংচুর চালানো হয়।

“ভাংচুরকারীরা সাইনর্বোড, শামিয়ানা, চেয়ার ও টেবিল ভাংচুর করার পাশাপাশি মালপত্র লুট করেছে। এ ঘটনায় প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।”

শুক্রবার সকালে ঘটনা জানার পর স্থানীয় দলীয় নেতাকর্মীরা কার্যালয় পরিদর্শন করেন বলে তিনি জানান

জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেন, “ঘটনাটি জানার পর আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। গভীর রাতে ঘটনা ঘটায় আমরা কাউকে দোষারোপ করতে পারছি না। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস।

রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আনার কুলি মাহবুব বলেন, “মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে শ্রীবরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীবরদী থানার ওসি রুহুল আমিন তালুকদার বলেন, “নাশকতার পরিকল্পনার অভিযোগে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সে সময় তার বাসা থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এসআই নজরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে থানায় মামলা করেছেন।”