বাগাতিপাড়ায় ‘স্পিরিট পানে’ ২ জনের মৃত্যু

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্পিরিট পান করার পর দুই জনের মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2018, 03:25 PM
Updated : 29 Nov 2018, 03:26 PM

বৃহস্পতিবার মালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে বলে বাগাতিপাড়া থানার ওসি আতাউর রহমান জানান।  

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী স্পিরিট বিক্রেতা স্থানীয় এক হোমিওপ্যাথিক চিকিৎসককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

স্পিরিট পান করায় তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

মৃত দুজন হলেন খোকন আলী (৪২) ও জিয়াউর রহমান (৫০)।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে দুপুর আড়াইটায় খোকন আলী বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি হন।

“প্রাথমিক চিকিসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়েছে।”

খোকন আলী উপজেলার ফাগুয়ারদিয়াড় এলাকার আব্দুল মজিদের মেয়ে জামাই। তার গ্রামের বাড়ি বরিশাল।

খোকন আলী হাসপাতালে যাওয়ার পরপরই জিয়াউর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।

জিয়াউর রহমান উপজেলার সোনাপাতিল গ্রামের সাজদার রহমানের ছেলে।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, “মৃত দুই জনই অতিরিক্ত অ্যালকোহল (স্পিরিট) পান করেছে। অনেক বিলম্বে তারা হাসপাতালে এসেছিল। তাই তাদের মৃত্যু হয়েছে।”

বাগাতিপাড়া থানার ওসি আতাউর রহমান বলেন, এ দুই ব্যক্তি উপজেলার মালঞ্চি বাজারের শরিফুল ইসলামের হোমিও হল থেকে অ্যালকোহল কিনে খেয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় জনতা শরিফুল ইসলামকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরিবার থেকে লিখিত অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় হোমিও চিকিৎসক শরিফুল ইসলামকে আটক করা হয়েছে।