বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ২ শিক্ষক নিহত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2018, 05:38 PM
Updated : 28 Nov 2018, 05:38 PM

বুধবার বিকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কে জয়ডিহি কাহালপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরা হলেন মোল্লাহাটের সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) এবং সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩)। তাদের বাড়ি সরোসপুর গ্রামে।

মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রাক মোটরসাইকেল আরোহী এই দুই স্কুল শিক্ষককে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

“গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।”

ওসি জানান, এই দুই স্কুল শিক্ষক মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষার খাতা দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।