নরসিংদীতে মনোনয়নে ক্ষুব্ধদের অবরোধ, আ. লীগ কার্যালয়ে হামলা

নরসিংদীর একটি আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করার পর একদল লোক তাদের উপর হামলা চালিয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 04:35 PM
Updated : 27 Nov 2018, 04:35 PM

নরসিংদীর একটি আসনে দেওয়া মনোনয়নে ক্ষুব্ধ একদল নেতাকর্মীর সড়ক অবরোধের পর আরেক পক্ষ তাদের উপর হামলা চালিয়েছে।

মঙ্গলবার বিকালে এই হামলাকারীরা বেলাব উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর চালায়।

এ সময় গুলি বর্ষণ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে বেলাব উপজেলা আওয়ামী লীগ সভাপতি শমসের জামান ভূইয়া লিটন জানান।

শমসের জামান বলেন, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে।

“এ আসনে এএইচ আসলাম সানীসহ আরও পাঁচ জন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।”

শমসের বলেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মনোনয়ন দেওয়ায় এলাকার লোকজন মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মনোনয়ন প্রত্যাহারের দাবি জানায়।

“এর জের ধরে বিকালে আরেকটি পক্ষ বেলাব উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় বাধা দিলে তাদেরকে বেধড়ক পিটুনি দেয়, গুলি চালায় এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।”

হামলায় ছাত্রনেতা রাসেল, শাহীন ভূইয়া ও ব্যবসায়ী জুলহাস মিয়াসহ অন্তত ১০ জন আহত হন বলে দাবি শমসেরের।

আহতদের মধ্যে শাহিন ভূইয়াকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

বেলাব থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।