যমুনায় আগুন লেগে ইউরিয়া উৎপাদন বন্ধ

জামালপুরের তারাকান্দিতে যমুনা সারকারখানার অ্যামোনিয়া প্লান্টে আগুন লেগে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 10:39 AM
Updated : 27 Nov 2018, 10:39 AM

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানান, মঙ্গলবার ভোর ৫টায় কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিনথেসিস সেকশনের স্টার্টার হিটারের হ্রাইডোজেন গ্যাস পাইপলাইন ফেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, এ সময় কারখানার সব ইউনিট শাট ডাউন করে দেওয়া হয়।

“মেরামতসহ বিভিন্ন কাজের জন্য কারখানাটি গত ১১ নভেম্বর বন্ধ করা হয়েছিল। ১৬ নভেম্বর নাগাদ কারখানার সব ইউনিট আবার চালু করা হয়।

“মঙ্গলবার ইউরিয়া উৎপাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোর ৫টায় কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিনথেসিস সেকশনের স্টার্টার হিটারের হাইড্রোজেন গ্যাস পাইপলাইন ফেটে আগুন লাগে।”

অগ্নিকাণ্ডের পর কারখানার বিভিন্ন সেকশনের কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে ছয় সদস্যর তদন্ত দল গঠন করা হয়েছে বলে তিনি জানান।

কারখানাটিতে প্রতিদিন এক হাজার ৭০০ মেট্রিকটন দানাদার ইউরিয়া সার উৎপাদন করা হয় বলেও তিনি জানান।