মনোনয়নের খবরে মিছিল, ছাত্রদল কর্মী ছুরিকাহত

নাটোরের গুরুদাসপুর উপজেলায় মনোনয়ন পাওয়ায় এক বিএনপি নেতার পক্ষে বের হওয়া আনন্দ মিছিলে হামলা হয়েছে; এ সময় এক ছাত্রদল কর্মী ছুরিকাহত হয়েছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 04:04 PM
Updated : 26 Nov 2018, 04:04 PM

স্থানীয় বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, সোমবার সন্ধ্যায় চাঁচকৈড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক বিএনপি সমর্থক ব্যবসয়ীর দোকানে ভাংচুরও করা হয়।

আহত মো. সেলিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে পুলিশ ছুরিকাঘাতের কথা অস্বীকার করেছে।

নাটোর-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া আব্দুল আজিজ বলেন, নাটোরের বড়াইগ্রাম-গুরুদাসপুর নিয়ে গঠিত নাটোর-৪ আসনে তিনি মনোনয়ন পাওয়ায় সন্ধ্যায় তার সমর্থকরা তাৎক্ষণিকভাবে চাঁচকৈড় বাজারে আনন্দ মিছিল বের করেন।

“মিছিলটি চৈতালী হাট মোড়ে গেলে স্থানীয় একদল যুবক তাদের উপর হামলা চালায়। তারা মিছিলে থাকা ছাত্রদল কর্মী সেলিমকে ছুরিকাঘাত করে।”

এ সময় হামলাকারীরা বিএনপি সমর্থক ব্যবসায়ী জহুরুল ইসলামের গদিঘর ভাংচুরও করে বলে অভিযোগ করেন আজিজ।

আজিজ জানান, সেলিমকে প্রথমে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন।

ভয়ে আহত সেলিম এবং ব্যবসায়ী জহুরুল ইসলাম থানায় মামলা করার উদ্যোগ নিচ্ছেন না বলে জানান আজিজ। 

গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা বলেন, ছুরিকাঘাতের কোনো ঘটনা তিনি জানেন না। যদি কেউ ক্ষতিগ্রস্ত হন তাহলে তিনি থানায় আবেদন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।