যশোরে চার তলা ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

যশোর শহরে একটি বিপনিবিতানের চতুর্থ তলার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন; গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 02:19 PM
Updated : 26 Nov 2018, 02:20 PM

সোমবার সন্ধ্যায় শহরের মিস্ত্রিখানা সড়কে হরিজন পল্লী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের আমির হোসেনের ছেলে গোলাম রসুল (২২) ও চান্দুটিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে আকাশ (২৩)।

আহত চান্দুটিয়া গ্রামের নূরউদ্দিন ওরফে নুরোর ছেলে সোহাগকে (২০) যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী হরিজন পল্লীর বাসিন্দা আকাশ বলেন, “সন্ধ্যার দিকে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি রাস্তার পাশে তিনজন পড়ে আছে। সেখানে রক্ত আর রক্ত। তখন স্থানীয়দের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে যাই।”

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরচিালক ওয়াদুদ হোসেন বলেন, ছাদের উপর একটি বড় রড ঘুরিয়ে আনার সময় ভবন ঘেঁষে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগে।

“এতে বিদ্যুতায়িত হয়ে তিনজনই ছাদ থেকে নিচে পড়ে যান। দুর্ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন।”

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই গোলাম রসুল এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশ।

“চিকিৎসাধীন সোহাগের অবস্থা সংকটাপন্ন। তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।”

যশোর কোতয়ালি থানার এসআই হাবিবুর রহমান বলেন, বাড়ির মালিক সোলায়মান হোসেনকে ডাকা হয়েছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।