চরফ্যাশনে বিএনপির সভায় হামলা

ভোলার চরফ্যাশন উপজেলায় বিএনপির একটি নির্বাচন প্রস্তুতি সভায় হামলা হয়েছে, যার জন্য সরকার দলীয় নেতাকর্মীদের দায়ী করছে তারা।

ভোলা প্রতিনিধিপ্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 01:16 PM
Updated : 26 Nov 2018, 01:16 PM

সোমবার আসলামপুর ইউনিয়নের আয়শাবাদ গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

চরফ্যাশন উপজেলা বিএনপি সভাপতি আলমগীর মালতিয়ার অভিযোগ, বিএনপির সাবেক এমপি ও ভোলা-৪ আসনের সম্ভব্য প্রার্থী নাজিম উদ্দিন আলমের আগমণ উপলক্ষে আয়শাবাদ গ্রামে জামাল মেম্বারের বাড়িতে একটি নির্বাচন প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

“সভা চলাকালে হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করে এবং তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।”

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “স্থানীয় বিএনপির জামাল ও রফিক গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

“এ ঘটনার সাথে আওয়ামী লীগের কেউ জড়িত নয়।”

চরফ্যাশন থানার ওসি এনামুল হক বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সবকিছু  স্বাভাবিক করে।