খুলনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জয়ী

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি জোট সমর্থিতরা জয় লাভ করেছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 09:29 AM
Updated : 26 Nov 2018, 09:43 AM

রোববার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির মিলনায়তানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আহমেদ উল্লাহ পিলু ফলাফল ঘোষণা করেন।

পিলু জানান, এবারের নির্বাচনে ১ হাজার ২৭৮ জন ভোট দিয়েছেন।

সমিতির নির্বাহী পরিষদের ১৪টি পদের মধ্যে বিএনপি জোট সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ দশটি পদে জয় লাভ করেছে। আর চারটি পদে আওয়ামী লীগ জোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী বিজয়ী হয়েছে।

বিজয়ী দলের সভাপতি নির্বাচিত হয়েছেন সেখ নুরুল হাসান রুবা।আর সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিয়ুর রহমান নান্নু জয় লাভ করেছেন।

অন্যান্য পদে বিএনপি থেকে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি সরদার আব্দুল জলিল ও হালিমা আক্তার খানম, যুগ্ম-সম্পাদক মো. শফিকুল ইসলাম লিটন, পাঠাগার সম্পাদক মো. হাফিজুর রহমান মালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়দেব কুমার সরদার।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আব্দুস সোবাহান সরদার, ফারজানা এলিজা ও এস এম সাইফুর রহমান সুমন নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা শুধুমাত্র সদস্য পদে চারজন নির্বাচিত হয়েছেন। এরা হলেন- মেহেদী হাসান, বিধান চন্দ্র ঘোষ, উল্লাস কর বৈরাগী, ও শাম্মী আক্তার।